সৃষ্টিকর্তার অপূর্ব সব সৃষ্টির দৃশ্যমান এই সাচার ইউনিয়নটি । কথিত আছে যে প্রায় শত বছর আগে হিন্দু জমিদার গন তাদের স্বপ্নের বসবাসস্থল হিসাবে সাচারে বসবাস শুরু করে । তাদের সময়ের অনেক ইতিহাস ও ঐতিহ্য এই সাচারে এখনো বিদ্যামান । তবে কোথাে থেকে এই সাচারের নামকরন করা হয়েছে তা জানা যায়নি। সাচার ইউনিয়নটি পূর্বে পাথৈর ইউনিয়নের একটি অংশ ছিল । পরর্বতীতে এই ইউনিয়নের চেয়ারম্যান মরহুম জনাব আবু ইউছুফ মাষ্টার নির্বাচিত হওয়ার পর এই ইউনিয়নটিকে ভাগ করে ০১ নং সাচার ইউনিয়ন এবং বাকি অংশকে ২ নং পাথৈর ইউনিয়ন হিসাবে প্রতিষ্ঠা করেন ।
এই ইউনিয়নে হিন্দু ও মুসলিম সহ প্রায় ৪০,০০০ লোকসংখ্যা বসবাস করে যাদের অধিকাংশই কৃষি র্নিভর ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস