গত কাল কচুয়ার শুয়ারুল গ্রামে পান্তিক চাষিদের উন্নত চাষাবাদ, প্রযুক্তি ব্যবহার, আধুনিক সেচ ব্যবস্থাপনা, ফসলের উতপাদন বড়ানো, ব্যয় কমানো, ফসল সংরক্ষন, বাজার ব্যবস্থাপনা ও জমির বহুমুখী ব্যাবহার এবং পল্লী জীবিকায়নের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষে তিন দিন ব্যাপী চাষী প্রশিক্ষন এর উদ্ভোধন করেন পল্লী উন্নয়ন একাডেমী বগুড়ার সহকারী পরিচালক এ কে এম ফজলুল করিম। সাচার কে আই ডি বি মিলনায়তনে পল্লী উন্নয়ন একাডেমী বগুড়ার কারিগরি সহযুগিতায় বেসরকারী উন্নয়ন সংস্থা আরসিডিএস উক্ত প্রশিক্ষনের আয়োজন করে। প্রশিক্ষন ফিল্ড স্কুলের ২য় দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান সালমা শহিদ, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক বাবু ক্ষিতিশ চন্দ দাস এর সভাপতিতবে অনুষ্টানে উপস্থিত ছিলেন আর সি ডি এস নিরবাহী পরিচালল সাাদেক সফি উল্লাহ, কচুয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তাসলিমা চৌধুরী, নারী নেত্রী কাজল রেখা, আর ডি এ পি এ পি প্রকল্পের সেচ ম্যানেজার কাজী আবুল খায়ে্র, উপসহকারী ক্রিশি অফিসার আবুল হাসেম, স্থানীয় সরকার প্রতিনিধি হাবিবুর রহমান ওপ্রশিক্ষক রেজাউল করিম ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস